জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) পুরান ঢাকার রায়সাহেব বাজারের একটি রেঁস্তোরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক মো. শহিদুল হক মোল্লা।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগ, ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এফবিসিসিআই সদস্য রিপনুল হাসান, উত্তরা বিভাগ,ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি) আকরাম হোসেন বিশ্বাস, সূত্রাপুর থানা ডিএমপির অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম, পূবালী ব্যাংক লি. এর সিনিয়র অফিসার শাহীন বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৪১তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহিদ তাহমিদ সহ একঝাঁক নবীন শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ