ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ২১:৫১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ‘আপনার স্বপ্নের পদক্ষেপ’ প্রতিপাদ্যে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় বিজয়ী জেনেটিক ইঞ্জিনিয়ার অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জেমিমা জামান সেলিয়া ও ফুড ইঞ্জিনিয়ার অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সৈয়দ রামিমুর রহমান পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে আশরাফুল বলেন, ভিশন-৪১ বাস্তবায়নে ক্যারিয়ার ওরিয়েন্টেড ক্লাবগুলো ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আশা করি সাস্ট ক্যারিয়ার ক্লাব সাস্টিয়ানদের চাকরির বাজারে স্বতন্ত্র ও অন্যন্য হিসেবে প্রতিনিধিত্ব করতে ভূমিকা পালন করবে।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ