ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাকৃবি শিক্ষার্থী মোবাশ্বের হোসনের মৃত্যু

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৬

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. মোবাশ্বের হোসেন মারা গেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টা ১৫ মিনিটে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান।

নিহত মো. মোবাশ্বের হোসেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লালমনিরহাটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কিডনি বিকলজনিত সমস্যায় ভুগছিলেন মোবাশ্বের। সেই সাথে হেপাটাইটিস বি ও সি রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন যাবৎ প্রথমে বাংলাদেশে এবং পরবর্তীতে ভারতে চিকিৎসাধীন ছিলেন মোবাশ্বের। ভারতে চিকিৎসারত অবস্থায় আজ হঠাৎ করেই মোবাশ্বের এর শারীরিক অবস্থা চূড়ান্তভাবে খারাপ হয়। সেখানেই তার মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ