বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ রাকিব ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, রাকিব বরিশাল নগরীর আমতলা মোড়ে একটি বাসায় ভাড়া থাকতেন। ভোরে গোঙানির শব্দ পেয়ে অসুস্থ অবস্থায় পাশের রুমের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সত্যি দুঃখজনক। আমি হাসপাতালে উপস্থিত হয়ে জানতে পেরেছি, গতকাল রাতের খাবারের পর রাকিব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যান। পরে রোববার ভোরবেলায় তার গোঙানোর আওয়াজ পেয়ে পাশের রুমের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাবা-মা হাসপাতালে এসেছেন। তারা যদি চান তাহলে তার মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ