রুয়েট, চুয়েট ও কুয়েট এর স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২২-২০২৩) এর ওরিয়েন্টেশন আগামী ২৭ সেপ্টেম্বর একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। পরবর্তী কার্য দিবস থেকে ক্লাস শুরু হবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সমন্বিত ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর স্নাতক প্রথম বর্ষ/লেভেল ১ এ ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অবশ্যই অংশ নিতে হবে। ওরিয়েন্টেশনের বিস্তারিত সময়সূচী স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
ওরিয়েন্টেশন সভায় সকল বিভাগের ক্লাস ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ