সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

পর্দা রক্ষায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর সফটওয়্যার উদ্ভাবন

প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১১

ইসলাম ধর্ম অনুসারে, গায়রে মাহরাম বা নন-মাহরম নারী ও পুরুষের সামনে দৃষ্টি সংযত রাখা বাধ্যতামূলক। এক্ষেত্রে যারা ইসলাম ধর্মের বিধানগুলো ভালোভাবে মেনে চলার চেষ্টা করেন, তারা বাইরের পরিবেশে এই বিধান যতটা সহজভাবে মেনে চলতে পারলেও অনলাইনে মেনে চলা একটু কঠিন হয়ে পড়ে।

এই সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ উদ্ভাবন করেছেন এক বিশেষ সফটওয়্যার।

সফটওয়্যারটি রিয়েল টাইম ডিভাইসের স্ক্রিন থেকে তথ্য সংগ্রহ করে লিঙ্গ শনাক্ত করে নিজেই ডিভাইসের ক্রিনে আশা নন-মাহরামের চেহারা এবং শরীর ঢেকে দিবে। যা একজন মুসলিমকে গায়রে মাহরাম এর পর্দার বিধান ডিভাইসে ব্যবহারের সময় পালন করতে সহজ করে দিবে।

তবে সফটওয়ারটি আপাতত মোবাইল, উইন্ডোজ ১০ এর নিচে ডেক্সটপ বা ল্যাপটপ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন না। সফটারটি প্রাথমিক ধাপে থাকায় ডিটেকশনের ক্ষেত্রে ভুল হতে পারে (50%[email protected]) (অর্থাৎ মহিলার পরিবর্তে পুরুষকে অথবা অন্য বস্তুকে ডিটেক্ট করতে পারে)। এবং স্ক্রিনে রেজুলেশনের কারণে অনেক সময় ডিটেক্ট নাও করতে পারে।

তবে এই সমস্যা সম্পূর্ণ সমাধান করা সম্ভব এবং এটাকে আরো আপডেট করা সম্ভব। যদি কোনো পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা পাওয়া যেতো তাহলে এটার উন্নতি করা সম্ভব বলে জানান উদ্ভাবক আব্দুল্লাহ।

এ বিষয়ে তিনি বলেন, 'যেহেতু এ কনসেপ্টের প্রজেক্ট আগে কেউ করেনি তাই অনেক চ্যালেঞ্জিং ছিল, সেইসাথে অন্যদের জন্য ব্যবহার উপযোগী করে তোলা আরো কঠিন। শুধুমাত্র আল্লাহর সাহায্যে এতটুকু সম্ভব হয়েছে।

এটা এক্সপেরিমেন্টাল যাদের কম্পিউটার আছে টেস্ট করতে পারেন। হয়ত আরো ভালো করা যেতো, কিন্তু আমার একার পক্ষে এতটুকুই সম্ভব ছিল, এর থেকে ভালো করে বানাতে আমার শক্তিশালী হার্ডওয়্যার ও কিছু ভলান্টিয়ার প্রয়োজন। যেহেতু এটা ব্যবসায়ীক কিছু না তাই অভিযোগের চেয়ে আমি আপনাদের সাপোর্ট কামনা করছি।'

উদ্ভাবক আব্দুল্লাহ আরো বলেন, ‘সারাজীবন শুধু ক্যারিয়ারের দিকে ফোকাস না দিয়ে আমাদের উচিত নিজের জায়গা থেকে মানুষের উপকারের জন্য কিছু করা।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ