ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির নিমিত্তে এবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল আলম, প্রভাষক মো. আল আমিন এবং সহকারী প্রভাষক তৌহিদুল ইসলামের নেতৃত্বে ব্যাচের ২৭ জন শিক্ষার্থী পরিদর্শনে যান।
এ সময় আদালতের বিজ্ঞ বিচারকগণের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন শিক্ষার্থীরা।
আদালত পরিভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ২১তম ব্যাচের শিক্ষার্থী মো. নাহিদ হাসান বলেন, 'কোর্টে সরাসরি এসে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা শুধু বই পড়ে ধারণা করতে পারতাম না। মামলার বিচারকার্য শুরু থেকে শেষ পর্যন্ত যে পদ্ধতি অনুসারে হয় তার সবই দেখেছি। প্রথমবার কোর্ট পরিদর্শন করে খুব ভালো লাগছে। কোর্ট রুমে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে বসে মামলার ট্রায়াল দেখেছি। আইনের সব শিক্ষার্থীদেরই শিক্ষাজীবনে নিয়মিত কোর্ট পরিভ্রমণে আসা দরকার।'
জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা সবাই তরুণ। আপনাদের দেখে খুবই ভালো লাগছে। এটা বড় একটা সুযোগ, আমরা এমন সুযোগ পাইনি। আপনারা আজকের অভিজ্ঞতাকে ধরে রাখবেন। পেশাদার জীবনে সিভিল ও ক্রিমিনাল দুটোর সাথেই থাকবেন। একটাতে থাকলে পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে থাকে। আপনাদের আইনের বই বাদেও সব ধরনের বই পড়তে হবে, সব ধর্মের বই পড়তে হবে। এই পেশাটা জনগণের সেবার জন্য, আপনারা সততার সাথে এই সেবা প্রদান করবেন।'
আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল আলম বলেন, 'আমি শিক্ষার্থীদের সরাসরি কোর্টের সমস্ত কার্যাবলী দেখাতে চেয়েছি। আমি একসময় এখানে বিচারক হিসেবে ছিলাম। শিক্ষার্থীদের জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সৌজন্য সাক্ষাৎ করাই। সেখানে বিচারকরা বিচার ব্যবস্থার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরা এজলাসে বিচার প্রক্রিয়া দেখে জামিন, শুনানি, জবানবন্দী এবং জেরা সরাসরি প্রত্যক্ষ করে সম্যক ধারণা অর্জন করে।'
এছাড়াও কোর্ট পরিভ্রমণে শিক্ষার্থীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য্য, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী, সিনিয়র সহকারী জজ ও জাজ-ইন-চার্জ (নেজারত) মো. আল-ইমরান খান ও সহকারী জজ নওরীন ইসলাম।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ