ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

প্রতারক চক্রের তিন সদস্যকে আটক সিকৃবি প্রশাসনের

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫২

প্রতিবন্ধী সেজে দীর্ঘদিন ধরে শিক্ষক, কর্মকর্তাদের কাছ থেকে সাহায্যের নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল তিন সদস্যের এক প্রতারক চক্র। অবশেষে সেই প্রতারক চক্রের তিন সদস্যকে হাতে-নাতে ধরেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) প্রশাসন ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রতারণা করার সময় এই চক্রের সদস্যদের হাতে-নাতে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।

জানা গেছে, ‘সিলেট বধির সংঘ’ নামে একটি প্রতিষ্ঠানের চেকপ্যাড নিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের চেম্বারে চেম্বারে ঘুরে টাকা তুলতো কয়েকজন পুরুষ ও নারী প্রতারক চক্র। কোনো শিক্ষক-কর্মকর্তা ১০০ (একশ) টাকা দিলে মানি রিসিটে তা ১০০০ লিখে রাখতো, কেউ ৫০ টাকা দিলে রিসিটে তা ৫০০ আবার কেউ ২০০ দিলে ২২০০ টাকা বানিয়ে দিয়ে অন্য শিক্ষদের দেখিয়ে সমপরিমাণ সাহায্য দেয়ার আর্জি জানাতো। এভাবে সহকর্মীর দানের ভুয়া রিসিট দেখিয়ে অন্য শিক্ষকদের কাছে থেকেও নিতো মোটা অঙ্কের টাকা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, প্রতারণার বিভিন্ন আলামত আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি। বিশ্ববিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের বিষয়ে আরো সচেতন হওয়া উচিত। এসময় তিনি ক্যাম্পাসে এই প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ জানান ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের প্রতারণার কথা স্বীকার করেন প্রতারক চক্রের সদস্যরা। এই চক্রের ১ জন নারী ও ৪ জন পুরুষসহ মোট পাঁচ সদস্য আছে বলে জানান তারা। ভবিষ্যতে এই রকম প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকার আশ্বাস দিলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ