ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

জাবির হায়ার স্টাডি ক্লাবের নেতৃত্বে মাহমুদুল-সানজিদা

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হায়ার স্টাডি ক্লাবের ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটির সভাপতি পদে নেতৃত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাহামুদুল হাসান ও সাধারণ সম্পাদক পদে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের সানজিদা আমিন বর্ণালী।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি মাইশা মুমতাজ ও ফারহান আপন।

এদিন এক সাধারণ সভার মাধ্যমে ক্লাবের উপদেষ্টা ও সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন বশির আহমেদ, ক্লাবের প্রতিষ্ঠাতা সাজিদ কামাল ও সদ্য বিদায়ী কমিটির সভাপতি খালেদ মাহমুদ সম্রাট কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (যোগাযোগ) পরিসংখ্যান বিভাগের ৪৮তম ব্যাচের সাইয়েদা পর্ণা, সহ-সভাপতি (প্রশাসন) পরিসংখ্যান বিভাগের ৪৮তম ব্যাচের সাহানা তামান্না সাথী, সহ-সভাপতি (গবেষণা ও উন্নয়ন) ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ৪৮তম ব্যাচের সাদিয়া হুমাইরা দৃষ্টি, যুগ্ম সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ৪৮তম ব্যাচের মো. আবদুল্লাহ আল রাকিব, পরিসংখ্যান বিভাগের ৪৮তম ব্যাচের অন্তু কুমার ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের বাঁধন গোস্বামী, কোষাধ্যক্ষ সরকার ও রাজনীতি বিভাগের ৪৮তম ব্যাচের ফাতেমা আক্তার, মিডিয়া ডিরেক্টর হিসেবে লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের মাহ্ আলম, সহকারী মিডিয়া ডিরেক্টর সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের মেহেরুন নেছা ঋতু।

এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের নজরুল ইসলাম নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯তম ব্যাচের অনন্ত ত্রিপুরা, গবেষণা সম্পাদক অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের মো. শহীদুজ্জামান সরকার শাওন, সহকারী গবেষণা সম্পাদক মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম ব্যাচের সুরাইয়া শিমু, প্রচার সম্পাদক গণিত বিভাগের ৪৮তম ব্যাচের হোমাইরা মুনতাহা, সহ-প্রচার সম্পাদক মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম ব্যাচের সানজিদা ইসলাম মুন, দফতর সম্পাদক মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম ব্যাচের রাহাত তাসনিম রিতু, সহকারী দফতর সম্পাদক পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৫০তম ব্যাচের নওশীন নোহর, মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম ব্যাচের ইসরাত জাহান রিতু, সহকারী মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের মেহেরুন নেসা রিতু, পাবলিক অ্যাফেয়ার্স সম্পাদক মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম ব্যাচের জান্নাতুল মাওয়া মিম, সহকারী পাবলিক অ্যাফেয়ার্স সেক্রেটারি সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের উম্মে হাবিবা, লজিস্টিক সেক্রেটারি সরকার ও রাজনীতি ৪৯তম ব্যাচের আঞ্জুম শাহরিয়ার।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এটি সংগঠনটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি। প্রতিষ্ঠাকাল থেকেই ক্লাবটি জাবির শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পর্যায়টিকে আরও সহজতর করতে কাজ করে যাচ্ছে। এরমধ্যে উচ্চ শিক্ষার প্রস্তুতিতে সহায়ক জিআরই, আইইএলটিএস, ভোকাবুলারি ইত্যাদির উপর সেশন, ওয়ার্কশপ, উচ্চ শিক্ষাবিষয়ক বিভিন্ন সেমিনার এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রোগ্রামিংসহ বিভিন্ন সেশন আয়োজন করে যাচ্ছে। এসব কার্যক্রমকে আরও বেগবান করতে নতুন কমিটি বিশেষ ভূমিকা পালন করবে।

নয়া শতাব্দী/এসএ/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ