সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
সভায় ১৪তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, ২৪তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পর্যালোচনা ও ট্রাস্টি বোর্ডে অনুমোদনের জন্য সুপারিশসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গবির সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, সিন্ডিকেট সদস্য ও ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মো. করম নেওয়াজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসা, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ প্রমুখ।
সভায় অনলাইনে অংশ নেন সিন্ডিকেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার খসরু পারভেজ ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ