ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে তিন ধাপ পেছালো জবি

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১২ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৪
ফাইল ছবি

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়ন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই মূল্যায়নে চুক্তির আওতায় আসা ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আগে (২০২১-২২ অর্থবছরে) বিশ্ববিদ্যালয়টি তৃতীয় অবস্থানে ছিল।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ইউজিসি সূত্রমতে, চুক্তির আওতায় আসা ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়নে ষষ্ঠ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯৪ দশমিক ৫৮ নম্বর পেয়েছে। তবে গতবার ৯৩ দশমিক ৭৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল বিশ্ববিদ্যালয়টি। প্রথম হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ১০০ নম্বর, দ্বিতীয় হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৭ দশমিক ৯১ নম্বর এবং তৃতীয় হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে ৯৫ দশমিক ৯৭ নম্বর।

প্রসঙ্গত, ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশে এপিএ ব্যবস্থা চালু করা হয়। এতে সরকারি দফতরগুলো কী কী করবে, তার কথা উল্লেখ থাকে। এরপর সেগুলো কতটুকু অর্জিত হলো, তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। মোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়নটি করা হয়।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ