জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘সাহিত্যের চেতনায় তারুণ্যের স্বপ্নগল্প’ শিরোনামে ত্রৈ-মাসিক সাহিত্য পত্রিকা 'বুড়িগঙ্গা' এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের (জবি) সাহিত্য সংসদের উদ্যোগে উপাচার্যের কনফারেন্স রুমে এ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয় ।
পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এ সময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে বুড়িগঙ্গা নদীর একটা সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে বুড়িগঙ্গা নামে ম্যাগাজিনটির নামকরণ করা স্বার্থক হয়েছে। যতদিন জগন্নাথ থাকবে ততদিন যেন এই নামটা থাকে। সবমিলিয়ে আমি এই ম্যাগাজিনের জন্য শুভকামনা জানাচ্ছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দীন পাটোয়ারী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন, পত্রিকাটির সম্পাদক আলিমুল ইসলাম ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ