ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

আন্তঃ বিশ্ববিদ্যালয় ‘ব্রেকিং কোড ২৩’ প্রোগ্রামিং কনটেস্টে মাভাবিপ্রবি দ্বিতীয় 

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২৩, ২১:৫৩

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘ব্রেকিং কোড ২৩’ প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের সিএসই বিভাগের সম্মেলন কক্ষে এ কনটেস্ট অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামিং কনটেস্টে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭৭ জন শিক্ষার্থী ৫৯টি গ্রুপে অংশগ্রহণ করে।

জেনারেল ক্যাটাগরি কনটেস্টে রুয়েটের টিম ১ম ও ৩য় স্থান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ২য় স্থান অর্জন করে।

১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র ক্যাটাগরি কনটেস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১ম স্থান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ২য় ও ৩য় স্থান অর্জন করে।

প্রোগ্রামিং কনটেস্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ, বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ, ‘ব্রেকিং কোড ২৩’ হচ্ছে কম্পিউটার ভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রত্যেক টিমকে দশটি করে প্রোগ্রাম সমাধান করতে দেওয়া হয় যা পাঁচ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ