ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

গবিতে পর্দা নামলো সাংস্কৃতিক প্রতিযোগিতার

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২৩, ২২:২৩

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল ১১টায় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়ে দুপুর পর্যন্ত চলমান থাকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ বলেন, গণ বিশ্ববিদ্যালয় সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। পড়াশুনায় যেমন উন্নতি করছে তেমনি অন্যান্য বিষয়গুলোর দিকেও এগিয়ে যাচ্ছে। খেলাধুলায় চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি সাংস্কৃতিক দিকেও এগিয়ে যাবে। আমরা সব সময় শিক্ষার্থীদের বিভিন্ন দিক থেকে প্রতিভা বের করে আনার চেষ্টা করছি। শিক্ষক যারা আছেন তারা খেয়াল করবেন, এ ধরনের প্রতিযোগিতায় যেনো আরও অনেক বেশি অংশগ্রহণ থাকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে ৭-৮ বছর পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভকামনা। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস থাকাটা খুবই ভালো। এটা বিশ্ববিদ্যালয়ের জন্যও সুনামের।

তিনি আরো বলেন, কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। এজন্য আমরা গর্ববোধ করি। কিন্তু একটা বিষয় সবাইকে লক্ষ্য রাখতে হবে পড়াশুনা সব সময় চালিয়ে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি আমরা এমন অনুষ্ঠান প্রতিবছরই করব।

মোট ২টি ইভেন্টে প্রথম স্থান এবং ১টি ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে চ্যাম্পিয়ন পুরষ্কার অর্জন করেন ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী কাফসাত তাইয়ুশ। বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সনদ পত্র তুলে দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, সঙ্গীত প্রশিক্ষক ও সিনিয়র প্রভাষক এনায়েত-এ মওলা জিন্নাহ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীগণ।

উল্লেখ্য, গত ২৫ জুলাই মোট ৬টি ইভেন্টে দুইদিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠানটি আরম্ভ হয়। ৬টি ইভেন্টে মোট ১০২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বাংলা আধুনিক গানের কিংবদন্তি শিল্পী খুরশীদ আলম এবং আকরামুন ইসলাম।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ