ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শেকৃবিতে অনুষ্ঠিত হলো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 

প্রকাশনার সময়: ০৫ আগস্ট ২০২৩, ১৭:৫২

চতুর্থবারের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ০৮টি কেন্দ্র একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এ বছর মোট ৩ হাজার ৫৪৮ আসনের বিপরীতে ৮১ হাজার ১১৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কেন্দ্রে ৪৪ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিলো ৩৫ হাজার ৩২০ জন যা ৭৯ শতাংশ প্রায়।

শেকৃবিতে ৭ হাজার ৫০০ জনের মাঝে উপস্থিত ছিলো ৬ হাজার ৩৪৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপকেন্দ্রে ২৬ হাজার ৮১৭ জনের মাঝে ২১ হাজার ৭৮৬ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপকেন্দ্রে ১০ হাজার ৪২ জনের মাঝে ৭ হাজার ১৮৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো।

ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. অলোক কুমার পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শেকৃবির ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

ভর্তি পরীক্ষা শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিতির হার ছিল সন্তোষজনক। তিনি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ