ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবারও পাসের হার ও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

প্রকাশনার সময়: ২৮ জুলাই ২০২৩, ১২:৩৯
ছবি : সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষাতে জিপিএ-৫ ও পাসের হারে এবারও এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সব শিক্ষাবোর্ডে মোট ছাত্রের চেয়ে ৪৮ হাজার ৩৩২ জন ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ছাত্রের চেয়ে ১৩ হাজার ৬৫০ জন ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৯০ হাজার ৩০৪ জন ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে ও ছাত্রের চেয়ে ১৭ হাজার ২৭০ জন ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ