ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ

প্রকাশনার সময়: ০৩ জুন ২০২৩, ২০:১৬ | আপডেট: ০৩ জুন ২০২৩, ২০:১৭
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মনোনীত হয়েছেন আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী। সেইসঙ্গে সদরে মুহতামিম (উপদেষ্টা) মনোনীত হয়েছেন শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। একইসঙ্গে মুফতি জসিম উদ্দীনকে মাদরাসার সহযোগী পরিচালক এবং মাওলানা শোয়াইব জমিরিকে সহকারী পরিচালক নিযুক্ত করা হয়।

শনিবার (৩ জুন) বিকেলে শুরা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুফতি খলিল আহমদ কাসেমী মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি (রহ.)-এর নাতি।

এর আগে শুক্রবার (২ জুন) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭)। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানান, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন মাওলানা ইয়াহইয়া। এরপর চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ