ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

এটিএন বাংলা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

প্রকাশনার সময়: ২০ মে ২০২৩, ২২:২২

এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল।

শনিবার (২০ মে) বেলা ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে যথাযথ পদক্ষেপ নিয়ে আয়োজিত ছায়া সংসদে’ সরকার দলীয় হিসেবে অংশগ্রহণ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে চাঁদপুর সরকারি কলেজের তুখোড় বিতার্কিকরা। বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রীর ভূমিকায় ছিলেন সওবান চৌধুরী, মন্ত্রী নাজমুস সাকিব, সরকার দলীয় সাংসদ কাইয়ুম কাফি, সহযোগী বিতার্কিক ফরহাদ আলম ও আবাসসুম আলী মাইশা।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় স্পিকার হিসেবে বিতর্ক পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এছাড়াও বিচারক হিসেবে দেশের স্বনামধন্য বিচারকবৃন্দ।

চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড.মো. হারুন-উর-রশিদ বলেন, ‘২০০০ সালে প্রতিষ্ঠিত হওয়া শেকৃবি ডিবেটিং সোসাইটি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে। সামনে আরও ভালো করবে এই প্রত্যাশা করি।’

নয়া শতাব্দী/এসআর/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ