ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১৭ মে ২০২৩, ২১:৩৮

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ৷

তানভীর আহমেদ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থবর্ষের ছাত্র ছিলেন। তিনি রুয়েটের শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের আবাসিক শিক্ষার্থী। নিহতের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে রুয়েটের শহীদ সেলিম হলে গলায় ফাঁস দেওয়ার একটি ঘটনা ঘটে৷ খবর পেয়ে সাথে সাথে আমরা সেখানে যাই৷ পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ মরদেহটি এখন হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।

নয়া শতাব্দী/এসআর/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ