ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

শেকৃবির ৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

প্রকাশনার সময়: ০২ মে ২০২৩, ১২:৪৪

স্নাতকের সর্বোচ্চ ফলাফল অর্জন করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) তিন জন নারী শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে। সেখানে জানানো হয়, উক্ত তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি থাকলে তা ৫ মের মধ্যে সরাসরি ইউজিসি অফিসে লিখিত বা মেইলে অবহিত করা যাবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) থেকে এ স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের এগ্রি ইকোনমিকসের ফাইরুজ গোহার এবতিদা, এনিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শারমিন খাতুন ও কৃষি অনুষদের মোছা. জাকিয়া ইসলাম। ফাইরুজ সিজিপিএ-৪ এর মধ্যে পেয়েছেন ৩ দশমিক ৯৫ , শারমিন খাতুন পেয়েছেন ৩ দশমিক ৯১, মোছা. জাকিয়া ইসলাম চারে পেয়েছেন চার।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ