ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বুটেক্সের নতুন উপাচার্য শাহ আলিমুজ্জামান

প্রকাশনার সময়: ৩০ এপ্রিল ২০২৩, ১৪:৫০

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নবনিযুক্ত হলেন প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান।

রোববার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

ড. আলীমুজ্জামান এর আগে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি পদের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন কাপড় পুনরুদ্ধারে কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ড. আলিমুজ্জামান।

এ বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান উচ্ছ্বাস প্রকাশ করে নয়া শতাব্দীকে জানান, শুরুতে ধন্যবাদ জানাতে চাই মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয়কে যাঁরা আমাকে এই পদের জন্য উপযুক্ত মনে করেছেন। আমি চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে, তার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

উল্লেখ্য : গতো ১৬ ফেব্রুয়ারি উপাচার্য হিসেবে শেষ কার্যদিবস পালন করেন প্রফেসর ড. আবুল কাশেম। এরপরই রুটিন দায়িত্বে আসেন প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ