পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন। ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন ও সবুজায়ণে পরিণত করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় দায়িত্বগ্রহণের পর থেকে তিনি রুয়েট ক্যাম্পাসকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে করছেন বৃক্ষরোপণ।
বৃহস্পতিবার(২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ উদ্বোধন করেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ। উক্ত কর্মসূচিতে ১০০০টি নানান প্রজাতির বৃক্ষরোপণ করা হবে বলে জানা গেছে।
রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, ‘ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন ও সবুজায়ণে পরিণত করার চেষ্টা করছি। ক্যাম্পাসের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই এক সপ্তাহে রুয়েট ক্যাম্পাসে ফলদ, বনজ, ঔষধীসহ ১০০০টি নানান প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। ইতোপূর্বেও ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনায় নিয়ে রুয়েট ক্যাম্পাসে বিপুল সংখ্যক বৃক্ষরোপণ করেছেন বলে জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মো: রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মো: জগলুল সাদত, প্রশাসক কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ড. মোঃ আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মো: মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েট অফিসার সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভসহ প্রমুখ ।
নয়া শতাব্দী/জেআই/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ