ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বুটেক্স শিক্ষার্থীদের ইফতার আয়োজনে ভ্রাতৃত্বের মেলবন্ধন

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৩, ২৩:৪১

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনই ইফতার আয়োজন করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নানামুখী ইফতার আয়োজনে মুখর ক্যাম্পাস প্রাঙ্গণ। তাদের মধ্যে বাড়ছে ভ্রাতৃত্ববোধ। তৈরি হচ্ছে সহমর্মিতা।

সরেজমিন দেখা যায়, প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ, বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হচ্ছে ইফতার অনুষ্ঠান।

বুটেক্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম নয়া শতাব্দীকে জানান, সারা বছরই আমরা ক্লাস,পরীক্ষা, ব্যবহারিক নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি। পবিত্র মাহে রমজানের ইফতার আয়োজনে আমাদের সিনিয়র এবং জুনিয়রের মধ্যে সম্পর্ক আরও সুন্দর হচ্ছে। এবিষয়টি ভবিষ্যতে আমাদের টেক্সটাইল সেক্টরের জন্যও হবে কল্যাণকর।

দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী কাফি বলেন, ইফতার আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সিনিয়র এবং জুনিয়রের মধ্যে দূরত্ব কমছে। যেকোনো ভালো কাজে শিক্ষার্থীদের এই ভাতৃত্ব বজায় থাকার আশাবাদ কামনা করছি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ