ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি প্রশাসন

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠান হয়। এসময় নবাগত শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নিজেদের মেধার স্বাক্ষরের পরিচয় দিয়ে তোমরা এখানে এসেছো। আমাদের থেকে তোমরা অনেক এগিয়ে আছো। আমরা যেখানে স্বপ্ন দেখতে পারি না সেখানে তোমাদের স্বপ্ন দেখার অনেক সুযোগ রয়েছে। জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সব শাখাতেই তোমাদের বিচরণ থাকতে হবে। শিক্ষার কোনো মুহুর্তই যেন তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। বিশ্ববিদ্যালয়ে নানা পথ ও মত রয়েছে। সেগুলো থেকে তোমাদের ভালো পথ বেছে নিয়ে এগোতে হবে।

উপাচার্য আরও বলেন, শিক্ষকের পাঠদান থেকে তোমাদের জ্ঞানের দরজা উন্মুক্ত হবে। তোমরা এমন শিক্ষা গ্রহণ করবে যাতে নিজেকে শাণিত করে জাতির কাজে লাগে। তুমি সাহস করে সত্যের পথে পা বাড়াবে। সত্যের পথে অনেক বাধা আসবে। সব বাধা মোকাবেলা করে নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, তোমরা সকলেই প্রচুর অধ্যাবসায় করেছো। ফলে জীবন যুদ্ধে জয়ী হয়ে আজকের এই পর্যায়ে এসেছো। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তোমাদের হয়ে উঠতে হবে মানবিক গুণসম্পন্ন মানুষ। তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করে দেশের উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। তোমাদের কাছে আমাদের এই প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, বিভিন্ন অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে দুই হাজারের অধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ