ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

খুবিতে দুইদিনব্যাপী আই-ট্রি প্রশিক্ষণ শুরু

প্রকাশনার সময়: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮

খুলনা বিশ্বদ্যিালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে (ফউটে) দুদিনব্যাপী আই-ট্রির ওপর প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউএসএআইডির ইউএসএফএস প্রকল্পের কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন্থ সাসটেইনেবল ডেভলপমেন্ট প্রোগ্রাম (কম্পাস) এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৩ ফ্রেবুয়ারি) সকাল ১০টায় ফউটে ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফউটে ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা রানা। তার স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধনী পর্ব শুরু হয়।

এ পর্বে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বন বিভাগের রিসোর্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (রিমস) ইউনিটের উপ-বন সংরক্ষক মো. জহির ইকবাল। আই-ট্রি ও প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন কম্পাস প্রোগ্রামের একাডেমিক অ্যান্ড রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট মো. শামস উদ্দিন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ফউটে ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রবিউল আলম।

পরবর্তীতে প্রশিক্ষণে প্রফেসর ড. মো. রবিউল আলম, শাহদেব চন্দ্র মজুমদার, বাবলু জামান, মো. জহির ইকবাল বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি আগামীকাল শনিবার বিকেলে শেষ হবে। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ফউটে ডিসিপ্লিনের কয়েকজন শিক্ষকসহ ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, আই-ট্রি হচ্ছে বন গবেষণা সম্পর্কিত একটি বিশ্বখ্যাত সফট্ওয়্যার। যার মধ্যে বন গবেষণা, জরিপ, জিআইএসসহ বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ