ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ববির ১৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৪ বিভাগের মোট ১৭ শিক্ষার্থী। ২০২২-২৩ অর্থবছরে এই ফেলোশিপ পাচ্ছেন তারা।

৪টি বিভাগের মধ্যে রসায়ন বিভাগ থেকে সর্বোচ্চ ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাকিরা হচ্ছেন গণিত বিভাগ থেকে ২জন, পদার্থ বিজ্ঞান থেকে ৪জন, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে ৩জনসহ মোট ১৭জন। মনোনীত সবাই গবেষণার জন্য ৫৪০০০ টাকা করে বরাদ্দ পাবেন।

পাবলিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত মাস্টার্স, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই অনুদান পাচ্ছেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ গবেষণা অনুদানগুলোর একটি এই ফেলোশিপ। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়। এগুলো হলো- (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি, (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ