শরীরে ধাক্কা লাগায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী রিদোয়ানুল হক রিয়াদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৬-১৭ এর সেশনের শিক্ষার্থী।
ভুক্তভোগী রিয়াদ নয়া শতাব্দীকে বলেন, গতকাল রাতে রুমে যাওয়ার জন্য হলের লিফটে উঠি। লিফটে আমার এক জুনিয়রের (অভিযুক্ত রাকিব) ফোনে আমার ব্যাগ লেগে যাওয়ায় সে সবার সামনে আমাকে উচ্চবাচ্য করে। এরপর সে আমার হুডি ধরে টান দিয়ে মুখে কিল-ঘুষি মেরে আমাকে জখম করে গোপনাঙ্গে লাথি মারে । ধস্তাধস্তির এক পর্যায়ে আমি লিফট থেকে বের হয়ে আমার হল ছাত্রলীগের সভাপতির রুমে এ বিষয়ে কথা বলতে গিয়ে তাকে পাইনি। রাকিব আমার পিছু নিয়ে গালিগালাজ করতে থাকে। পরে আমি হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানাই।
অভিযুক্ত রাকিব সকল অভিযোগ অস্বীকার করে নয়া শতাব্দীকে জানান, আমি রিয়াদকে একা মেরেনি। সেও আমাকে মেরেছে। আমিও লিখিত অভিযোগ জানাব আজ।
রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট আব্দুল বছির নয়া শতাব্দীকে জানান, আমি মাত্রই লিখিত অভিযোগ পেয়েছি। ব্যাপারটি দুঃখজনক। আমি এর তদন্ত করে দেখব।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ