ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ২২:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ১ম বর্ষ বিএস (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এমএস শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ওই নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব এখন দাঁড়িয়ে আছে জ্ঞানভিত্তিক অর্থনীতির ওপর। উচ্চশিক্ষার সঙ্গে উচ্চ প্রবৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে। তাই জ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশানসহ নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ