ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ নন-ফিকশন বই মেলা সমাপ্ত

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী ৬ষ্ঠ নন-ফিকশন বইমেলা সমাপ্ত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ. এস এম মাকসুদ কামাল।

সমাপনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের বইয়ের প্রতি আকৃষ্ট করতে এই মেলা আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ দেন। তথ্য-উপাত্ত ভিত্তিক বিভিন্ন গ্রন্থ আত্মস্থ করে। শিক্ষার্থীদের জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করতে এবং মনের মধ্যে নতুন নতুন স্বপ্ন সৃষ্টি করতে এই নন-ফিকশন বইমেলার অনেক গুরুত্ব রয়েছে। জ্ঞান আদান-প্রদানের মাঝে প্রাণচাঞ্চল্য রয়েছে উল্লেখ করে ভবিষ্যতে এই মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজন করার জন্য তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং প্রথমা প্রকাশনাকে বর্ষসেরা নন-ফিকশন গ্রন্থ প্রকাশক হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ