ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নতুন মুখ 

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ১৩:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২২-২৩ সেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফুয়াদ হোসেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে সকাল ১০টায় শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের বিতর্ক সংগঠনের থেকে ১৭ জন ভোটার ছিলেন।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর মাহবুবা নাসরীন এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর তাওহিদা জাহান।

নির্বাচন শেষে দুপুরে ফলাফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদ্য সাবেক সভাপতি‌ এবং নির্বাচন কমিশনার শেখ মো. আরমান।

নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক‌ ছিলেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র এবং হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর নির্বাচনের মাধ্যমে সভাপতি এবং সাধারণ নির্বাচিত করা হয়।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ