ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইইডি ফেলোশিপ পেলেন জাবিসাস সাধারণ সম্পাদক

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২২, ১৭:২২

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর মিডিয়া ফেলোশিপ অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আলকামা আজাদ। এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতার এ ফেলোশিপ প্রদান করে আইইডি।

আলকামা আজাদ ঢাকা পোস্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে কুতথ্য ও গুজবের ব্যবহার ক্যাটাগরিতে 'আসছে ভোট, বাড়ছে গুজব-সংঘাতের শঙ্কা' শীর্ষক প্রতিবেদন তৈরির জন্য এই সম্মাননা পুরস্কার পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে আইইডির কার্যালয়ে এক অনুষ্ঠানে ঢাকা পোস্টের আলকামা আজাদসহ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এসময় তাদের হাতে নগদ পুরষ্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ফেলোশিপ প্রাপ্ত অন্যান্য সাংবাদিকরা হলেন দ্যা ডেইলি স্টারের মো. আব্বাস, নিউজ টোয়েন্টি ফোরের হাসান ওয়ালী, চ্যানেল টোয়েন্টি ফোরের আহাম্মদ উল্লাহ সিকদার, ঢাকা ট্রিবিউনের তানজিনা আমান তানজুম ও যায়যায় দিন পত্রিকার শামীম আহমেদ।

ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান। বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আখতার হোসেন, নিউজ বাংলা টোয়েন্টিফোরের বার্তা প্রধান সঞ্জয় দে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমান, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আমীর মুহাম্মদ জুয়েল, শহর সমাজসেবা কর্মকর্তা কেএম শহীদুজ্জামান।

উল্লেখ্য, আলকামা আজাদ ১৯৯৮ সালের ১৭ এপ্রিল খুলনার কয়রা উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক সম্পূর্ণ করেছেন বর্তমানে স্নাতকোত্তর শ্রেনিতে অধ্যয়নরত আছেন। দীর্ঘ ছয় বছর যুক্ত আছেন সাংবাদিকতার সাথে। কাজ করেছেন ডেইলি নিউ নেশন, বার্তা২৪ এ। বর্তমানে ঢাকা পোস্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কাজ করছেন তিনি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ