ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রুয়েটের ৮ শিক্ষক-কর্মকর্তাকে ডাকযোগে কাফনের কাপড় প্রেরণ

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২২, ২০:১৬

রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক-কর্মকর্তাসহ ৮ জনের কাছে ডাকযোগে কাফনের কাপড়র পাঠানো হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ডাকপিয়নের মাধ্যমে একটি টিঠিসহ কাফনের কাপড় পাঠানো হয় তাদের কাছে। চিঠি প্রেরকের ঠিকানা হিসেবে ‘সচেতন নাগরিক সমাজ রাজশাহী’ উল্লেখ করা ছিল।

যাদের কাছে চিঠিসহ কাফনের কাপড় পাঠানো হয়েছে তারা হলেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. জগলুল শাহাদাত, সাধারণ সম্পাদক ও ছাত্র কল্যাণ দপ্তর পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, ছাত্র কল্যাণ দপ্তর সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, কম্পোট্রোলার নাজিম উদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সেকশন অফিসার রাইসুল ইসলাম রোজ।

বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. জগলুল শাহাদাত।

তিনি জানান, আজ সাড়ে ৩টার দিকে ডাকপিয়ন এসে আমাকে খামসহ কাপনের কাপড় দেয়। পরে জানতে পারি আমি ছাড়াও রুয়েটের আওয়ামীমনা আরও কয়েকজন শিক্ষক খামসহ কাপনের কাপড় পেয়েছেন। পরে আমরা রেজিস্ট্রার দপ্তরে বিষয়টা জানাই। এ বিষয়ে রুয়েট প্রশাসন সিদ্ধান্ত নেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাফনের কাপড় পাওয়া একটি খামে প্রেরক হিসেবে ঠিকানা দেওয়া আছে ‘সচেতন নাগরিক সমাজ রাজশাহী’।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছে রুয়েট প্রশাসন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ