ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাবিতে ‘গরু-ছাগল’ নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২২, ২০:০৭

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গরু-ছাগল’ নিয়ে মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাবির আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা এই মিছিলের আয়োজন করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বের করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে একই চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বিশ্বকাপ শুরুর পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি ছিলো না। মেসির হাতে কাপ ওঠার পর তা শতগুণ বৃদ্ধি পেয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে ক্যাম্পাসে গরু-খাসি খাবার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্টিনা জেতার আনন্দ আমরা ক্যাম্পাসে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই।

রাবির আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি আসাদুল্লা-হিল-গালিব বলেন, আর্জেন্টিনার জয়ের আনন্দে আমরা গরু-খাসি দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। বিশ্বকাপ শুরু থেকে বন্ধুবান্ধবের সঙ্গে বিভিন্ন তর্কে জড়িয়েছি। মনোমালিন্য হয়েছে। অবশেষে সকল বিতর্ককে পাশ কাটিয়ে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে জয়ের আনন্দকে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে চাই।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গ্র্যান্ড সেলিব্রেশন এবং কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ফ্যান ক্লাব। আয়োজনের অংশ হিসেবে মধ্যাহ্নভোজে নিবন্ধনকারীদের গরু ও খাসি খাওয়ানো হবে। মধ্যাহ্নভোজটি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে আয়োজন করা হবে। ভোজে অংশ নিতে ৯৯ টাকা রেজিস্ট্রেশন (নিবন্ধন) ফি দিতে হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ