ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবির সাংবাদিকতা বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২২, ১৫:৩০

আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্য হয়ে ছাত্রীদের আবাসিক হলগুলো ঘুরে চৌরঙ্গী হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বেলা ১১টার দিকে কেক কেটে বিভাগের সেমিনার কক্ষে ‘একবিংশ শতকের সাংবাদ মাধ্যম ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ। এতে মূল আলোচক হিসাবে শাহেদ মুহাম্মদ আলী বলেন, 'পাঠককে জানতে হবে। একুশ শতকের সাংবাদিকতা অনেকটা জানা মানুষকে জানানোর মতো বিষয়। মানুষ এখন আগে থেকেই অনেক কিছু জেনে যায়। আর্থিক, সাংস্কৃতিক ও ডিজিটাল মাধ্যমের উন্নয়নের ফলে আমাদের সাংবাদিকতায় নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। আইনকানুন, মালিকপক্ষ থেকেও নানা সময়ে বাধা বিপত্তি আসে। কিন্ত তারপরে ও আমাদের পাঠকের সামনে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে হয়। পাঠককে জানাতে হবে। পাঠককে জানতে না পারলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব না।'

এছাড়া আরো বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহমেদ। বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক উজ্বল কুমার মন্ডল, সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক এবং উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক।

উল্লেখ্য, ২০১১ সালের ২১ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের যাত্রা শুরু হয়। ২০২২ সালে বিভাগটি ১১তম বর্ষে পদার্পণ করে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ