ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ 

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত কর্মচারীরা।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় মানববন্ধন করেন তারা। পরে নতুন প্রশাসনিক ভবন হয়ে শহিদ মিনার সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের মালি মো. শরিফুল ইসলাম বলেন, আমরা ৯ বছর ধরে দৈনিক মজুরিতে কাজ করছি। আমরা আমাদের চাকরি স্থায়ীকরণ চাই। আমাদের দাবি না মানা প্রর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। যতক্ষণ না প্রশাসন আমাদের লিখিতভাবে আশ্বাস দিচ্ছেন চাকরি স্থায়ীকরণের বিষয়ে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো।

মানববন্ধনে জাহানারা ইমাম হলের অফিস সহায়ক নাসরিন আক্তার বলেন, প্রশাসন বার বার মৌখিক আশ্বাস দিয়েছে কিন্তু আমাদের চাকরি এখনো স্থায়ী করছে না। প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের প্রতি তারা একটু সুদৃষ্টি দিক৷ আমাদের এটাই দাবি আমাদের চাকরি স্থায়ী হোক।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ