ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১৬:৪০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৪৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২২ এ আওয়ামীপন্থী শিক্ষকরা নিরঙ্কুশ জয় লাভ করেছে। ১৫টি পদের সবগুলোতেই তারা বড় ব্যবধানে জয়ী হন।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মিজানুর রহমান।

নির্বাচনে ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৫১ জন ভোট প্রদান করেন। নির্বাচনের নিয়মাবলীর বাইরে হওয়ায় ভোট বাতিল হয় ২৪টি। নির্বাচনে ২১৮টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. জাহাঙ্গীর হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এমতাজ হোসেন পেয়েছেন ৭২ ভোট। ১৪২ ভোট পেয়ে ড. তপন কুমার জোদ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মিজানুর রহমান পেয়েছেন ১০৭ ভোট।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, এছাড়াও ১৭৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ড. পরেশ চন্দ্র বর্মন, ১৯৭ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ড. শাহাদাৎ হোসেন আজাদ ও ১৭০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন ড. আব্দুল্লাহ আল মাসুদ। পর্যায়ক্রমে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. শাহজাহান আলী ৮৩ ভোট, ড. গাজী মো: আরিফুজ্জামান খান ৭৩ ভোট, আব্দুস শাহীদ মিয়া ৮৫ ভোট পেয়েছেন।

এছাড়াও অন্য সদস্যরা হলেন ড. সাজ্জাদ হোসেন (২০১), সাজ্জাদুর রহমান টিটু (২০০), ড. দেবাশীষ শর্মা (১৯৬), ড. বাকী বিল্লাহ (১৮৩), ড. মহব্বত হোসেন (১৮২), শহিদুল ইসলাম (১৬৬), ফিরোজ আল মামুন (১৫৯), এম. এম. নাসিমুজ্জামান (১৫২), ড. আখতার হোসেন আজাদ (১৫০) ও ড. শেলীনা নাসরীন (১৪৯)।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ