ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বর্ষসেরার পুরস্কার পেলেন নয়া শতাব্দীর আলমগীর

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৬

বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলোর অংশগ্রহণে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ‘নজরুল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সেরা উদীয়মান সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি আলমগীর হোসেন।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফাহাদ বিন সাইদ এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় সেমিনারটি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানি।

সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ১৭ টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাদের নিজেদের আইডিয়া শেয়ার করেছে।

সেমিনারে ৫টি ক্যাটাগরিতে ৬ জনকে সাংবাদিককে ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সেমিনারে বর্ষসেরা সাংবাদিক হিসেবে দৈনিক আজকের পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ, বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে জাগো পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আহসান হাবীব, বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আলমগীর হোসেন ও বাংলা ট্রিবিউন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি কামরুল হাসান, বর্ষসেরা সক্রিয় সাংবাদিক হিসেবে মোছা. জান্নাতি বেগম এবং বর্ষসেরা ফটোগ্রাফার হিসেবে এস এম মুসতাহিদ প্লাবন পুরস্কার পেয়েছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, অগ্নিবীণা হল প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহা, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল,আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান নিউটন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রিয়াজুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল মোল্যা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের সহকারী পরিচালক কাউন্সিলিং সাইকোলজিস্ট মোছা. আদিবা আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ১৭টি ক্রিয়াশীল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রিন্ট ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ, সাধারণ শিক্ষার্থী প্রমুখ।

আলমগীর হোসেন বলেন, যে কোনো প্রাপ্তিই আনন্দের। পুরস্কার পেয়ে বেশ ভালো লাগছে।স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। সেটা সবার ক্ষেত্রে,আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।সাংবাদিকতা একটি মহান পেশা, একটি গর্বের পেশা। যুগ যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকেরা সমাজের অন্যায়, অবিচার সবার সামনে তুলে ধরছেন। ন্যায়ের বীণা বাজাতেই পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতায় আসা।বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে এই সম্মাননা আমাকে আগামী দিনে আরো নির্ভীকভাবে সাংবাদিকতা চালিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবে।আমাকে বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে পুরুস্কৃত করায় নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, সেমিনারে অংশগ্রহণ করা ১৭টি সংগঠনের মধ্যে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি বেস্ট আইডিয়া দাতা সংগঠনকেও পুরস্কৃত করা হয়। সেমিনারে বিচারক হিসেবে ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার সরকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া। বেস্ট আইডিয়া প্রদানকারী ৩টি সংগঠন হল গ্রিন ক্যাম্পাস, নির্ভয় ফাউন্ডেশন, মডেল ইউনাইটেড ন্যাশনস।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ