ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ববিতে কেন্দ্রীয় লাইব্রেরির অটোমেশন কার্যক্রম উদ্বোধন 

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ২০:২৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ফিতা কেটে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হচ্ছে এ অটোমেশন কার্যক্রম। এখন থেকে এ কার্যক্রমের সুফল ভোগ করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় লাইব্রেরির এ অটোমেশন শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করবে। এর ফলে তাদের গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে।’

উপাচার্য এ কার্যক্রমের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

লাইব্রেরি অটোমেশনের মাধ্যমে এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বিশ্ববিদ্যালয়ের স্মার্ট আইডি কার্ড ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে যেকোনো জায়গায় বসে লাইব্রেরিতে বিদ্যমান যেকোনো বই খুব সহজেই পড়তে পারবে।

লাইব্রেরিয়ান ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ লাইব্রেরি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ