ফারদিনের মৃত্যু নিয়ে র্যাব ও ডিবি পুলিশ যে তথ্য প্রমান দেখিয়েছে তা নিয়ে আর কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছে ফারদিনের সহপাঠী বুয়েটের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বুয়েটের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় ফারদিনের মৃত্যুর ঘটনায় তারা আর কোনো কর্মসূচিও দেবেন না বলে জানিয়েছে তারা।
সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা বলেন, ফারদিনের মৃত্যুর পর আমাদের বেশকিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলো ডিবি ও র্যাবকে করেছি। তারা সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেসব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে। যা আমাদের কাছে আপাতত সঠিক মনে হয়েছে।
এ সময় তারা বলেন, তবে তদন্তের বিষয়ে ফারদিনের পরিবারের যদি কোনো যৌক্তিক দাবি বা নারাজি থাকে, তাহলে অবশ্যই বুয়েট শিক্ষার্থীরা তাদের পাশে দাঁড়াবে। আমাদের কাছে এই বিষয়ে আর কোনো সন্দেহ বা প্রশ্ন করার মতো কোনো এলিমেন্ট নেই। ভবিষ্যতে যদি নতুন করে কোনো তথ্য আসে তখন বিষয়টি নিয়ে আবার কথা বলব।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ