ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবিতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন শেষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তবাংলা ভাস্কর্যের সামনে শেষ হয়। শোভাযাত্রা শেষে মুক্তবাংলা ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

পরে পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি প্রেস ক্লাবসহ বিভিন্ন হল, অনুষদ, বিভাগ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়৷ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমাদ।

পরে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শেষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ