ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দাম কমলো সয়াবিন তেলের

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২২, ১৭:২২

এক মাসের ব্যবধানে দেশের ভোজ্যতেল সয়াবিনের দাম ১ লিটারে ৫ টাকা, ৫ লিটারে ১৯ টাকা এবং খোলা তেলের লিটারে ৪ ও ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দাম ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

ব্যবসায়ীদের সাথে গত ১৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচার পর দাম কমানোর বিষয়ে এই সিদ্বান্ত নেয় সরকার।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

সরকারের সিদ্বান্ত অনুযায়ী, নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৭ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ বা ১৯২ টাকায়। ৫ লিটারের বোতল সয়াবিন তেল বিক্রি হবে ৯০৬ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৯২৫ টাকায়।

খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হবে ১৬৭ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। সুপার পাম খোলা তেল বিক্রি হবে ১১৭ টাকায়, এখন বিক্রি হচ্ছে ১২১ টাকায়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ