ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

উপায়’র সঙ্গে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চুক্তি

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৫৩

উপায়’র সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে প্রায় ১২ লাখ গ্রাহক পল্লী বিদ্যুৎ গ্রাহক উপায়’র মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।

উপায়’র চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোম্পানি সচিব মো. শামীম আহসান নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায়’র চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসান মোহাম্মদ জাহিদ, ইউসিবি ব্যাংকের হেড অব ট্র্যানজেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ-যুগ্ম সচিব) দীপঙ্কর বিশ্বাস, নিয়ন্ত্রক (অর্থ) মো. নজমুল হক, কোম্পানি সচিব মো. শামীম আহসান, পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ এবং পরিচালক (অর্থ) মো. আরমান আহসান।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ