ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মর্তুজ আলী

প্রকাশনার সময়: ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:১৪

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হলেন মো. মর্তুজ আলী।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের পরিচালক সাঈদা খানমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ-৭ এর পরিচালক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ এর পরিচালক মো. মর্তুজ আলীকে ১১ ডিসেম্বর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকে সুদীর্ঘ ২৯ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন।

মো. মর্তুজ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে এমএসসি.এজি.ইকন ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া, রাজশাহী ও রংপুর অফিসে এবং প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগে সাফল্যের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ