ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেড়েছে লবণের দাম

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১২:৫৮

সপ্তাহের ব্যবধানে লবণের দাম কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টিসিবি বলছে, এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। রোববার (১১ ডিসেম্বর) পণ্যটির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে লবণের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা।

এছাড়াও একই দিন দাম বেড়েছে আলু ও দেশি পেঁয়াজের। সংস্থাটির তথ্য মতে, আলুর দাম ২১ দশমিক ২৮ শতাংশ বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ২২ থেকে ৩৫ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ২২ থেকে ২৫ টাকা কেজি। আর দেশি পেঁয়াজের দাম ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৩৫ থেকে ৫০ টাকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ