ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সভাপতিসহ সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

খুলনা চেম্বার অব কমার্স
প্রকাশনার সময়: ০৭ জুন ২০২১, ১৯:২৩ | আপডেট: ০৭ জুন ২০২১, ২০:৫৫

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের পরিচালনা পরিষদ চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। সভাপতি থেকে পরিচালক মোট ২৪টি পদেও সকলেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন কাজি আমিনুল হক। সোমবার নির্বাচন বোর্ড নির্বাচিতদের নাম ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন বোর্ড’র চেয়ারম্যান এ্যাডঃ আইয়ুব আলী শেখ।

এদিকে, এই নিয়ে কাজি আমিনুল হক টানা পঞ্চম বারের মত খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পেলেন। নির্বাচিতদের মধ্যে নগর ও জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতাও রয়েছেন।

চেম্বারের সভাপতি পদে একটি মাত্র মনোনয়নপত্র জমা দেওয়ায় সোমবার নির্বাচন বোর্ড বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজি আমিনুল হককে। পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির দুটি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদেরও বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মোস্তফা জেসান ভুট্টো।

এদিকে, এর আগে ৯ মে পরিচালকের ২৪টি পদে সবাই বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এর মধ্যে থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করার কথা থাকলেও একাধিক মনোনয়ন না পড়ায় সকলে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত সাধারণ সদস্য শ্রেণির ১৫টি পরিচালকরা হলেন উজ্জল কুমার গাঙুলী, মো. মোশাররফ হোসেন, মো. আবুল হাসান, কাজী মাসুদুল ইসলাম, এমএ মতিন পান্না, নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড এ মাহমুদ ডন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, এসএম ওবায়দুল্লাহ, অলিউর রহমান চৌধুরী, ইসলাম খান, শরীফ আতিয়ার রহমান, নিজারুল ইসলাম জুয়েল ও সিরাজুল হক।

বাণিজ্যিক গ্রুপে পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন চেম্বারের বর্তমান সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল হক, গোপী কৃষাণ মুন্ধড়া ও ঠাকুর মো. শাহ আলম।

সহযোগী সদস্য শ্রেণির ৬টি পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন মোস্তফা জেসান ভুট্টো, শেখ মো. গাউসুল আজম, মনিরুল ইসলাম মাসুম, খান সাইফুল ইসলাম, মো. মাহবুব আলম এবং ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ-উজ জামান সজল।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি নির্বাচন বোর্ডের সদস্য হাফিজুল ইসলাম চন্দন জানান, কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নিয়ম অনুযায়ী সবাই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ