ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে ১১০ টাকায় সয়াবিন ও ৫৫ টাকায় মিলছে চিনি

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২২, ০৮:০১

চট্টগ্রামে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পর্যায়ক্রমে মহানগরী ও উপজেলা পর্যায়ে প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবার ভর্তুকি মূল্যে পণ্য পাবেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। পারিবারিক কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা। মাসব্যাপী চলবে পণ্য বিক্রি কার্যক্রম।

টিসিবির হিসাব অনুযায়ী চট্টগ্রাম জেলায় চিনির চাহিদা ৫৩৫ মেট্রিক টন, মসুর ডাল ৬০০ টন, সয়াবিন তেল ১০ লাখ লিটার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ ও ১৫ উপজেলায় ২ লাখ ৩৫ হাজারসহ মোট ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী নিম্নআয়ের পরিবার মাসব্যাপী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ