ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আলুর কেজি ১৬০

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১৪:৪৫

গত কয়েকদিন ধরে বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। মৌসুমের খানিকটা আগেই বাজারে এলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর কাওরান বাজার, খিলগাঁও, ফকিরাপুল, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।

খিলক্ষেত সবজির বাজারের বিক্রেতা মাসুদ মিয়া বলেন, নতুন আলুর কেজি ১৬০। পাল্লা (৫ কেজি) ৭০০ টাকা। এত বেশি দামের কারণ জানতে চাইলে তিনি বলেন, নতুন দেখেই দাম একটু বেশি।

তিনি আরো বলেন, কাওরান বাজারেই কেজি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমাদের আনার খরচ ১০-১৫ টাকা পড়ে। সব মিলিয়ে একটু লাভ রেখে বিক্রি করতে হয়।

এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার ভ্যানে করে এক দামে ১৬০ টাকায় নতুন আলু বিক্রি করছেন সবজি বিক্রিতেরা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ