ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বব্যাংকের সঙ্গে উদার ও স্বচ্ছ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২২, ১৫:১৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২, ১৫:২৯

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ উদার ও স্বচ্ছ সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ নভেম্বর) বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সোমবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ধনী-দরিদ্র নির্বিশেষে বিশ্বজুড়ে মারাত্মক সমস্যা সৃষ্টিকারী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিশ্বব্যাংককে পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

এসময় বাংলাদেশ তার অসাধারণ উন্নয়নের মাধ্যমে গোটা বিশ্বকে চমকে দিয়েছে বলে মন্তব্য করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিনি একে ‘উন্নয়নের একটি সফল ঘটনা’ হিসেবে বর্ণনা করেন।

মার্টিন রাইজার বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের একটি সফল ক্ষেত্র এবং একটি অত্যন্ত চিত্তাকর্ষক অর্জন করেছে। বাংলাদেশ তার উন্নয়নের মাধ্যমে চমক সৃষ্টিকারী দেশগুলির মধ্যে একটি হয়ে উঠছে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ