ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২২, ১৭:২৪

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ সহায়তার প্রথম কিস্তি হিসেবে প্রথমে ২ হাজার ৬৭৫ কোটি টাকা (২৫ কোটি ডলার) দেবে সংস্থাটি।

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, ইআরডি সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

বৈঠক শেষে ইআরডির কর্মকর্তারা জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল। এর প্রেক্ষিতে প্রথম দফায় ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাকি ৭৫ কোটি ডলার বিভিন্ন কিস্তিতে ঋণ পাবে বাংলাদেশ।

ইআরডি জানায়, বিশ্বব্যাংক থেকে পাওয়া ঋণের অর্থ ৩০ বছরে দুই শতাংশ সুদসহ পরিশোধ করতে পারবে বাংলাদেশ। সংস্থাটি গ্রিড ডিপিসি সিরিজের আওতায় এ ঋণ সহায়তা দেবে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার আশ্বস্ত করেছেন যে, আগামী দুই বছরের মধ্যে বাকি ৭৫০ মিলিয়ন ঋণ দেওয়া হবে। দেশের জন্য গুরুত্বপূর্ণ ৯টি পণ্য আমদানি করতে ২০২২ সালে সম্ভাব্য আট দশমিক দুই বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হবে। ব্যয়ের প্রভাব মোকাবিলায় এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাওয়া হয়। এ জন্য গ্রিড ডিপিসির আওতায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২৫০ মিলিয়ন ডলার দেবে সংস্থাটি।

এ ছাড়া বাজেট বাস্তবায়নে সহযোগিতার জন্য বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছিল।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ