ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

নভেম্বরে করসেবা মাস শুরু

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২২, ২১:১২

আগামী নভেম্বর মাসকে করসেবা মাস ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সব সেবা দিতে পুরো মাসজুড়ে কর অঞ্চলগুলোতে করমেলার ন্যায় সেবা প্রদান করা হবে।

বুধবার (২৬ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জানা যায়, বিদ্যমান বৈশি^ক কোভিড পরিস্থিতিতে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সকল কর অঞ্চলে বিগত বছরের ন্যায় মেলার পরিবেশে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর সংস্কৃতি বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ^াস অর্জনের লক্ষ্যে নভেম্বর মাস ব্যাপি করসেবা প্রদানের ব্যাপক কর্যক্রম গ্রহণ করা হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ